*** প্রশ্নবাচক বাক্য রচনায় Which, When, Where, Why এর ব্যবহার :- 


***  এর আগে আমরা What, Who, How প্রভৃতির ব্যবহার শিখেছি। এখন Which, When, Where ও Why এর
ব্যবহার শেখানাে হচ্ছে। 


1. Which সাধারণতঃ নির্জীব বস্তুর জন্য ব্যবহৃত হয়।

2. When কালবােধক শব্দ।

3. Where স্থানবােধক।

4. Why দিয়ে কারণ জিজ্ঞাসা করা হয়।

*** এই সবকটি শব্দের একটি বিশেষত্ব এই যে এদের সাথে do, did বা অন্য কোনও helping verb এর ব্যবহার অবশ্যই করতে হয়।

---- Which ----


Q. - Which song did you prefer - Lata's or Asha's?প্রঃ - কোন গানটা তােমার ভাল লেগেছিল লতার না আশার ?
A. - I like what you have liked.উঃ - তােমার যেটা ভালাে লেগেছে সেটা আমার ভাল লেগেছে।

Q. - Which book are you reading”প্রঃ - তুমি কোন বইটা পড়ছ ?
A. - It's the novel which I borrowed from you yesterday. উঃ - আমি সেই উপন্যাসটা পড়ছি যেটা কাল তােমার কাছ থেকে চেয়ে এনেছি ।

Q. - Which is your favourite book?প্রঃ - কোনটি তােমার প্রিয় পুস্তক।
A. - My favourite book is Tulsi Ramayana,উঃ - তুলসী রামায়ণ আমার প্রিয় পুস্তক।

Q. - Which film will you see on Sunday?প্রঃ - তুমি রবিবারে কোন ছবি দেখবে?
A. - I shall see Bobby.উঃ - আমি ‘ববি’ দেখব।

Q. - By which train will you go to Simla? প্রঃ - আপনি কোন গাড়িতে সিমলা যাবেন?
A. - I shall go to Simla by Kalka Mail. উঃ - আমি কালকা মেলে সিমলা যাব।

---- When ----

Q. - When do you revise your lesson?প্রঃ - তুমি তােমার পড়াতে কখন চোখ বুলিয়ে নাও ?
A. - In the morning. উঃ সকালবেলায়।

Q. - When are you coming to us?প্রঃ - তুমি কবে আমাদের এখানে আসছ ?
A. - To be frank. I shall only come when I get time.উঃ – সত্যি কথা বলতে কি, সময় পেলেই তবে আসব।

Q. - When did you meet Sanjay?প্রঃ - তুমি সঞ্জয়ের সঙ্গে কবে দেখা করেছিলে ?
A. - I met him last Saturday when he came to Delhi.উঃ – গত শনিবার সে যখন দিল্লী এসেছিল তখন তার সঙ্গে দেখা করেছিলাম।

Q. - When will you finish your work? প্রঃ - তােমার কাজ কবে শেষ হবে ?
A. - I'll finish it within a 15 night.উঃ - আমি কাজটা ১৫ দিনের মধ্যেই শেষ করব।

---- Where ----


Q. - Where do you work?প্রঃ - আপনি কোথায় কাজ করেন ?
A. - I work in a government office.উঃ - আমি সরকারি অফিসে কাজ করি।

Q. - From where do you buy the books?প্রঃ আপনি কোথা থেকে বই কেনেন ?
A. - From Hind Pustak Bhandar, Chawri Bazar, Delhi.উঃ - আমি হিন্দু পুস্তক ভাণ্ডার, চাওড়ি বাজার, দিল্লি থেকে বই কিনি।

Q. - Where's your residence?প্রঃ - আপনার বাড়ি কোথায় ?
A. - At Roop Nagar,উঃ- আমার বাড়ি রূপনগরে।

Q. - From Where did you buy your suit? প্রঃ - আপনি সুটটা কোথা থেকে
কিনেছেন ?
A. - From Connaught Place,উঃ - আমি কনাট প্লেস থেকে কিনেছি।

Q. - Where will you go now. Vagish?প্রঃ - বাগীশ, এখন তুমি কাথায় যাবে?
A. - I'll go back to my place.উঃ- আমি বাড়ি যাবাে।

Q. - Where can I get down? প্রঃ - আমি কোথায় নেমে যেতে পারি ?
A. - You can get down at Lajpat Nagar.উঃ- আপনি লাজপত নগরে
নামতে পারেন।

---- Why ----


Q. - Why do you drink milk daily?প্রঃ - আপনি রােজ দুধ খান কেন ?
A. - To maintain my health.উঃ - আমি আমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য

Q. - Why is Meenakshi's teacher so strict. প্রঃ - মীনাক্ষীর শিক্ষিকা এত কঠোর কেন ?
A. - It is because she is interested in the progress of her students.উঃ - এইজন্য যাতে তাঁর ছাত্রীরা জীবনে উন্নতি করতে পারে।

Q. - Why are you sitting thereপ্রঃ - তুমি ওখানে কেন বসে আছ ?
A. - I'm waiting for my friend, Vagish.উঃ – আমি আমার বন্ধু বাগীশের জন্য অপেক্ষা করছি।

Q. - Why didn't you write a letter to your mother? প্রঃ - তুমি তােমার মাকে চিঠি লেখনি কেন?
A. - Beacuse I didn't have time.উঃ - সময় পাইনি বলে।

* Where's – Where is-এর সংক্ষিপ্ত রূপ।

*** স্মরণীয় [To Remember] ***


*** Who আর Which এর অর্থের পার্থক্য জেনে রাখুন Who মানে ‘কে’ ও Which মানে কোনটা। Who মনুষ্যের জন্য ও Which পশু ও নির্জীব বস্তুর জন্য ব্যবহৃত হয়। নীচের উদাহরণ থেকে এটা স্পষ্ট বুঝে নিন -

Who :-

1.   ওখানে কে ?
》}  Who's there?

2.   আগরা কে গেছে ?
》} Who went to Agra?

3.   এখানে কে আসবে ?
》}  Who will come here?

Which :-

4.    কোন বইটা টেবিলের ওপর আছে ?
》}   Which book is on the table?

5.    আমার পেসি কোনটি ?
》}   Which pencil is mine?

6.    কোন পেনসিলটি আমার ?
》}   Which is my pencil?

7.    কোন কুকুরটা আপনার ?
》}   Which is your dog?

*** Who ও Which এর অর্থ যে’ বা ‘যা’ ও হয়। নিয়ম সেই একই মনুষ্যের জন্য Who ও নির্জীব বস্তুর জন্য Which যেমন -

1.    আমি সেই মেয়েটার সাথে দেখা করেছিলাম যে মনিটর।
》}   I met the girl who is the monitor.
2.   যে মেয়েটি পিয়ানাে বাজাচ্ছে সে আমার বােন।
》}   The girl, who is playing the piano, is my sister.

3.    তুমি যে বইটা চাও সেটা বেছে নাও।
》}   Select the book, which you want.
4.    আমার যা দরকার সেই সমস্ত জিনিষ আমি নিয়েছি।
》}   I have taken the things, which I needed.

Post a Comment

Previous Post Next Post