*** ইংরেজি বিশেষ্য শব্দের মধ্যে কতকগুলি সংখ্যাদ্বারা পরিমাপ্য ও কতকগুলি নয়। এই শব্দগুলি ঠিকভাবে চিনে রাখুন। সাধারণতঃ জাতিবাচক বিশেষ্য গণনীয় [Countable] ও দ্রব্যবাচক এ জীববাচক বিশেষঅগণনায়(Uncountable) হয়ে থাকে। প্রভেদগুলি মনে রাখা আবশ্যক।
গণনা ও মাত্রাসূচক শব্দ।
[A]
*** গণনীয় শব্দ [Counting Words]
1. There are some/a few students in the class. ক্লাশে কিছু সংখ্যক ছাত্র আছে।
2. Is there any girl in the hall? হলে কি কোন ছাত্রী আছে ?
3. There is no boy in the playground.মাঠে কোন ছেলে নেই।
4. Not one of the girls was present there. এই মেয়েদের মধ্যে কেউই ওখানে উপস্থিত ছিল না।
5. Some of us play cricket. আমাদের মধ্যে কয়েকজন ক্রিকেট খেলে।
6. Did any of you play football? তােমাদের মধ্যে কেউ কি ফুটবল খেলেছিলে ?
7. None of us played any game. আমাদের মধ্যে কেউই কোন খেলা খেলেনি।
8. Many of the boys hadn't come to school yesterday.ছেলেদের মধ্যে অনেকেই কাল স্কুলে আসেনি।
9. I don't have many books. আমার কাছে খুব বেশি বই নেই।
10. There are a few mangoes in the basket. ঝুড়িতে কতকগুলি আম আছে।
11. Hardly any girl would like him.খুব কম মেয়েই ওকে পছন্দ করবে।
12. This book has fewer pages than that book. এই বইয়ে সেই বইএর অপেক্ষা কম পৃষ্ঠা ।
13. That book has more pages than this book. ঐ বইয়ে এই বইএর অপেক্ষা বেশি পৃষ্ঠা আছে।
14. Many a man has suffered at his hands. ওর হাতে অনেক লােকেই কষ্ট পেয়েছেন।
15. Neither man has come. দুজনের মধ্যে কেউই আসেনি।
16. He gets a small salary. সে অল্পই বেতন পায়।
[B]
*** মাত্রাবাচক শব্দ [Words Expressing Quantity]
1. Isn't there any milk in the bottle?বােতলে কি একটুও দুধ নেই ?
2. Get me some water, please./Let me have some water. আমাকে একটু জল দিন ত ।
3. There is hardly any milk in the bottle. বােতলে দুধ নেই [বললেই চলে]।
4. How much milk is there in the glass? গেলাসে কতটা দুধ আছে ?
5. I take much of the milk in the morning. বেশীর ভাগ দুধ আমি সকালে খাই।
6. Your glass has less milk than mine.আমার গ্লাসের চেয়ে তােমার গ্লাসে কম দুধ আছে।
7. Shall I give you some more milk?তােমাকে এই দুধটা কি আরও একটু দেব ?
8. There was too much water in the river. নদীতে জল খুবই বেশী ছিল।
9. Is it exactly half of that? এটা কি ওটার ঠিক অর্ধেক ?
[C]
*** অর্থের উপর গুরুত্ব আরােপন [The Emphasis]
1. Do come tomorrow, don't forget./You must come tomorrow.কাল নিশ্চয় আসবে, ভুলবে না যেন।
2. Both Kamala and her brother came/dropped in to see me.কমলা ও তার ভাই, দুজনেই আমাকে দেখতে এসেছিল।
3. Are you glad to know this news?এই খবর শুনে কি আপনি আনন্দিত ?
4. Indeed/of course I am happy. আমি সত্যিই আনন্দিত।
5. You don't study hard, do you? তুমি মন দিয়ে পড়াশুনা করাে না, তাই না ?
6. Of course, I do. নিশ্চয়ই আমি করি।
7. Please keep quiet./Please be quiet.চুপ করে থাকুন না।
8. Do write to your father. তােমার বাবাকে চিঠি অবশ্যই লিখে দাও।
9. Will you give/let me have whatever I want? আমি যা চাই তাই দেবে ?
10. Wherever I go, my dog follows/remains with me.আমি যেখানে যাই, আমার কুকুরটি সঙ্গে থাকে।
11. They'll give you whichever book you want. তারা তােমার যে বই চাই সেটাই দিয়ে দেবে।
12. I'll solve the question, however howsoever difficult it may be.প্রশ্নটি যত কঠিনই হােক না কেন, আমি তার নিষ্পত্তি করব।
13. I'll never let him enter my house.আমি তাকে কখনই আমার বাড়িতে ঢুকতে দেব না।
*** স্মরণীয় [To Remember] :-
1. বিশেষণ adjective এর তিনটি degrees হয়। Positive যেমন poor, comparative, যেমন poorer এবং Superlative, যেমন poorest.
》} Ram is poorer than Mahesh.
》} He is more careful than his brother.
*** comparative degree ব্যবহার করার সময় poorer ইত্যাদি বিশেষণের সাথে than অবশ্যই ব্যবহৃত হয়।
2. কিন্তু Latin শব্দ থেকে নেওয়া তুলনাত্মক বিশেষণ যেমন inferior, superior, junior, senior, prefer, preferable এর সাথে than নয়, to ব্যবহার করা হয় –
》} This cloth is inferior to that.
》} My pen is superior to yours.
3. Latin এর comparative [তুলনাত্মক] শব্দ যেমন interior, exterior, major, minor এর ব্যবহার কেবলমাত্র positive adjectives এর রূপেই ব্যবহৃত হয়। যেমন -
》} He lives in the interior of the town.
》} The exterior of a jackfruit is very rough.
》} This is only a minor job.
Post a Comment