*** প্রশ্নবাচক বাক্যরচনায় What, Who, How এর ব্যবহার :-
》} এর আগে আমরা শিখেছিলাম যে তিনটি কালেই [Present, Past এবং Future] সহায়ক ক্রিয়া বাক্যের প্রথমে আনলে বাক্য প্রশ্নবাচক হয়ে যায়।
যেমন - Does he know? Was Gopal reading? Will you play? কেবল এই টুকুই এখানে যােগ করতে চাই যে এই প্রশ্নবাচক শব্দগুলির প্রথমে What, Who, How, Which, When, Where, Why ইত্যাদি থাকলে সেই বাক্যগুলির অর্থ আরও ব্যাপক হয়ে যায়। আলাদা ভাবে ও সমষ্টিভাবে আপনারা এর পরের এই রকম বাক্যগুলির সাথে পরিচিত হবেন।
এবার আরম্ভ করা যাক -
[What]
Q. - What's your name?প্রঃ - তােমার নাম কি ?
A. - My name is Bikki. উঃ আমার নাম বিকি ।
Q. - What's your father?প্রঃ তােমার বাবা কি কাজ করেন ?
A. - He is an editor. উঃ - আমার বাবা একজন সম্পাদক।
Q. - What's your mother? প্রঃ - তােমার মা কি করেন?
A. - She is a housewifeউঃ - মা ঘরের কাজ দেখেন।
Q. - What are you doing these days? প্রঃ - তুমি আজকাল কি করছ ?
A. - I'm studying these days.উঃ - আমি আজকাল পড়ছি।
Q. - What have you seen in Agra?প্রঃ - আগ্রাতে তুমি কি দেখেছ ?
A. - I've seen the Taj Mahal,উঃ - আমি তাজমহল দেখেছি।
Q. - What did you write to your father?প্রঃ - তুমি বাবাকে কি লিখেছ ?
A - I wrote to him about my results,উঃ - আমি তাঁকে আমার পরীক্ষার ফলের
কথা লিখেছি।
*** What is[হােয়াট ইজ] এর সংক্ষিপ্ত রূপ What's [হােয়াট্] দুটো রূপই শুদ্ধ ও তাদের অর্থ একই কি? প্রথমটি লেখার জন্য ও দ্বিতীয়টি সাধারণ কথাবার্তায় ব্যবহৃত হয়। ইংরেজি কথাবার্তায় এই রকম শব্দের আরও অনেক ব্যবহার দেখা যায়। সেগুলি
বলার অভ্যাস করতে হবে।
*I have I've দুটোই ঠিক। কেবল উচ্চারণে প্রভেদ হয় – আই হ্যাভ ও আইভ।
[Who]
Q. - Who are you?প্রঃ - আপনি কে ?A. - I am an Indian. উঃ - আমি ভারতবাসী।
Q. - Who are they?প্রঃ ওরা কারা ?A. - They are my relatives.উঃ – ওরা আমার আত্মীয়।
Q. - Who sang the song? প্রঃ - কে গান গেয়েছিল ?
A. - Lata sang it. উঃ - লতা গেয়েছিল।
Q. - Who will go to the market? প্রঃ - কে বাজার যাবে ?
A. - I will goউঃ - আমি যাব।
Q. - Who can do this work? প্রঃ কে এই কাজটা করতে পারে ?
A. Radha can do it.উঃ - রাধা করতে পারে।
Q. - Whom does she want to meet?প্রঃ - সে কার সঙ্গে দেখা করতে চায় ?
A. She wants her mother.উঃ - সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায়।
Q. - Who is the owner of this house? প্রঃ - এই বাড়ির মালিক কে?
A. - My father. উঃ - এটা আমার বাবার বাড়ী।
[How]
Q. - How does he go to school?প্রঃ - সে স্কুল কেমন করে যায় ?
A. He goes to school by bus. উঃ – সে বাসে করে স্কুল যায়।
Q. - How is your father? প্রঃ - আপনার বাবা কেমন আছেন ?
A. - He is not feeling well. উঃ – তিনি অসুস্থ আছেন।
Q. - How did you go to Simla? প্রঃ - তুমি সিমলা কি করে গিয়েছিলে ।
A. - I went to Simla by train. উঃ – আমি রেলগাড়িতে গিয়েছিলাম।
Q. - How did you return? প্রঃ - তুমি কিসে ফেরৎ এলে ?
A. - I returned by bus. উঃ - আমি বাসে ফিরেছি।
Q. - How was your health in Calcuttaপ্রঃ - কলকাতায় আপনার স্বাস্থ্য কেমন
ছিল ?
A. - I was all right there. উঃ - আমি ভালই ছিলাম।
Q. - How will you win the favour of your teacher? প্রঃ - তুমি তােমার শিক্ষকের সুনজরে
কেমন করে পড়বে ?
A. - will be have well. উঃ - আমি ভালভাবে থাকব। ?
Q. - How old is your son?প্রঃ - আপনার ছেলের বয়স কত ?
A. - He's twelvc years old. উঃ – ওর বয়স বারাে বছর।
Post a Comment