প্রশ্নবাচক বাক্য রচনা [মিশ্রিত Miscellaneous]
আসুন, আবার আমরা প্রশ্নবাচক রচনাগুলি দেখি। এবার What, Where ইত্যাদি শব্দগুলির সাথে is, are, am,
was, were, has, have, had, will, shall, would, should, may, might ইত্যাদি ক্রিয়াগুলিকে নিয়ে বাক্য রচনা করি । Is, are ইত্যাদি সব ক্রিয়াগুলিকে auxiliary [অজিলরী] বা helping verb বলা হয়। এই ক্রিয়াগুলি দিয়ে
আলাদাভাবে ও প্রশ্নবাচক বাক্য রচনা করা যায়, যা আমরা আগেও দেখেছি
1. What happened? কি হয়েছে ?
2. Had you asked for me? আপনি কি আমায় ডেকেছিলেন ?
3. May I go? আমি যেতে পারি ?
4. May I accompany you?আমিও আসব ?
5. Are you coming? তুমি আসবে ?
6. Shall I bring it?আমি নিয়ে আসব ?
7. What's your good name? আপনার নাম জানতে পারি ?
8. How are you? আপনি কেমন আছেন ?
9. Did you understand?/understood?বুঝেছাে ত ?
10. Is the boss in?সাহেব ভেতরে আছেন ?
11. Who is it? কে ওখানে?
12. What is the matter? কি ব্যাপার ?
13. Where is Dinesh?দিনেশ কোথায় গেছে ?
14. How were you? কেমন আছাে ?
15. When did you come? কখন এলে?
16. Do/Shall we begin? আরম্ভ করি ?
17. Will you do one thing?একটা কাজ করবে ?
18. Is it holiday today? আজ কি ছুটি ?
19. Do you know? তুমি জান কি ?
20. What's the reason? কারণটা কি ?
21. .Won't you go?তুমি যাবে না?
22. What's the matter? মামলাটি কী ?
23. What's the trouble?গােলমালটা কী ?
24. What's the quarrel about? কি নিয়ে ঝগড়া ?
25. Are you angry? রেগে গেছেন ?
26. How is the family? বাড়ির সকলে ভালাে ত ?
27. What did you say? কি বললেন ?
28. What can I do for you? বলুন, আমি কি করতে পারি ?
29. What brings you here?কি জন্য এত কষ্ট করে এলেন ?
30. What's your opinion? আপনার কি অভিমত ?
31. Has he got a car? ওর কি গাড়ি আছে ?
32. Have you any business with me? আমার সাথে আপনার কি কোন কাজ আছে ?
33. Who's coming?কে আসছে?
34. What's the menu for dinner?কি রান্না হয়েছে ?
35. What difference does that make?তাতে কি এসে যায় ?
36. Whose telephone number is this?এটা কার টেলিফোন নাম্বার ?
37. When do you go to bed?আপনি কখন শুতে যান ?
38. Where shall we meet? আমরা কোথায় দেখা করব?
39. How have you come back?তুমি ফেরৎ এলে যে?
40. Why you dropped your studies?তুমি পড়াশুনা ছেড়ে দিলে কেন?
41. What are you looking for? আপনি কি খুঁজছেন ?
42. How are you? কেমন আছেন ?
43. How is your mother now? এখন আপনার মা কেমন আছেন?
44. How do you do? আপনি ভালাে ত ?
45. How are the children? বাচ্চারা কেমন ?
46. Which is the best hotel here?এখানে সবচেয়ে ভালাে হােটেল কোনটা ?
47. How is he/she today?আজ উনি কেমন আছেন ?
48. Who is this gentleman?এই ভদ্রলােক কে ?
49. What's it? এটা কি ?
50. Where is Vagish? বাগীশ কোথায় ?
51. Where have you kept my clothes? আপনি আমার কাপড় জামা কোথায় রেখেছেন ?
52. What's the news? কি খবর ?
*** [i] আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে যদি is, are; was, were; had; will, shall; would, should; can,
could; may, might বাক্যের শুরুতেই থাকে তবে তারা প্রশ্নবাচক বাক্য হয়ে যায়, আর বাক্যের মাঝখানে [subject এরপর] থাকে তবে তারা সাধারণ বাক্য হয়ে যায়।
Post a Comment