*** কালসূচক শব্দ [Temporals] দ্বারা রচিত বাক্য :-
1. It is January nineteen seventy seven (1977). He will come in Marchএখন ১৯৭৭ সালের জানুয়ারি মাস।উনি মার্চ মাসে আসবেন।
2. I'll go to Darjeeling in summer.গরমের সময় আমি দার্জিলিং যাব।
3. She gets up early in the morning.ও সকালে তাড়াতাড়ি ওঠে।
4. You will receive his letter in three days. ওঁর চিঠি আপনি তিন দিনে পাবেন।
5. You will receive his letter within three days.ওঁর চিঠি আপনি তিন দিনের মধ্যেই পেয়ে যাবেন।
6. We started for Bombay on February 20.আমরা ২০শে ফেব্রুয়ারি বম্বে রওনা হয়েছিলাম।
7. I'll reach there on Monday. আমি সোমবার ওখানে পৌঁছে যাব।
8. You came at half past three.তুমি সাড়ে তিনটার সময় এলে ।
9. You will reach Calcutta at night.আপনি রাত্রে কলকাতা পৌঁছবেন।
10. I get up early in the morning. আমি সকালে তাড়াতাড়ি উঠি।
11. Rajani goes to school in the after-noon.রজনী দুপুরের পর স্কুল যায়।
12. Rama comes at 9 A.M. and Kamala at 10 A.M. রমা সকাল নটার সময় আর কমলা দশটায় আসে।
13. Rama comes before Kamala.Kamala comes after Rama.রমা কমলার চেয়ে আগে আসে।কমলা রমার পরে আসে।
14. The shop remains open from 9.30 A.M. to7P.M. দােকান সকাল ৯-৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।
15. She was here till 5.00 P.M. yesterday. সে কাল বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ছিল।
16. The boys play everyday for one hour. বালকেরা রােজ এক ঘণ্টা খেলা করে।
17. He has been staying here since yesterday. ও কাল থেকে এখানে আছে।
18. She lives here since 1970. উনি এখানে ১৯৭০ থেকে আছেন।
19. You have been working since6O'clock. তুমি ছ'টা থেকে কাজ করছ।
20. We have been living here for four years now. আমাদের এখানে চার বছর হয়ে গেল ।
21. How long have you been learning English? আপনি কতদিন থেকে ইংরেজি শিখছেন ?
22. I have already written to her/him.আমি ওকে আগেই লিখে দিয়েছি।
23. She hasn't come yet. সে এখনও আসেনি।
24. He will finish his work in about four hours. সে কাজটি প্রায় চার ঘণ্টার মধ্যে শেষ করবে।
25. I reached there at about 3 o'clock.আমি সেখানে প্রায় তিনটার সময় পৌঁছােলাম ।
26. When Radha came, Madhav left.রাধা যখন এল তখন মাধব চলে গেল।
27. When she was reading, I was playing. সে যখন পড়ছিল, তখন আমি খেলছিলাম ।
28. Please wait here till I'm back. আমি না আসা পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করুন।
29. He was breathing his last by dawn.উষাকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন।
30. I'II meet him next month. আমি তার সঙ্গে আগামী মাসে দেখা করব।
*** in মানে তিন দিন পরে [আগে নয়]। within হলে তিন দিনের মধ্যেই অথাৎ তিন দিন শেষ হবার আগেই।
*** স্মরণীয় [To Remember] ***
》} নিম্নে দেওয়া কথা গুলি ভালো করে উপলব্ধি করুন ---
1. No sooner did Rajendra reach the school than the bell started ringing.
2. Gandhiji was not only a patriot, but also a reformer.
3. Neither Bose nor Basu was present.
*** উপরােক্ত বাক্যগুলিতে শব্দের জোড়া দেখানাে হয়েছে। No sooner এর অস্তিত্ব than ওপর নির্ভর করে। এরা - 'did Rajendra reach the school' ও ‘bell started ringing' এই দুই বাক্যাংশগুলিকে যুক্ত করে। এজন্য এদের correctives বা corrective conjunctions [পরিপূরক সংযােজক] বলা হয়। এদের সঠিক ব্যবহার ওপরে দেওয়া হয়েছে। সেগুলাে ভালভাবে রপ্ত করুন যাতে ইংরেজি বলার সময় অপ্রস্তুত না হতে হয়।
*** মাসের নামের সাথে in, বারের সাথে on; এবং সময় বদলানাের জন্য at ব্যবহার করা হয়। যেমন – in February, on Tuesday at 6.30 P.M. morning আর evening-এর প্রথমে in ও noon এবং night এর পূর্বে at ব্যবহৃত হয়। যেমন - in the morning, in the evening, at night, at noon etc.
*** যদি কোন কাজ আরম্ভ হওয়ার নিশ্চিত তারিখ বা সময় জানানাে হয়ে থাকে, তবে সেই বাক্যে since প্রয়ােগ হয়। যেমন since 1974. since last Tuesday, since 4 A.M. ইত্যাদি। কিন্তু যে স্থলে সময় সম্বন্ধে কেবল স্থূল হিসাব দেওয়া হয়ে থাকে সেখানে for ব্যবহৃত হয়। যথা – for two months, for three years ইত্যাদি।
*** নমস্কার ***
Post a Comment