*** বাক্যের এক অংশের সাথে অন্যের পূরক শব্দ।[Correlatives]


*** ইংরেজি বাক্যে Correlatives বা পূরক শব্দের ব্যবহার ভাল করে জেনে রাখা উচিৎ। নচেৎ বাক্য অশুদ্ধ হবার সম্ভাবনা থাকে। ও সামান্য ভুলে বাক্যের অর্থ অন্যরকম হয়ে যেতে পারে। No sooner-এর সাথে than-এর ব্যবহার হয়, scarcely-এর সাথে before [বা when], hardly-র সাথে when [before] ইত্যাদি। এই রকম কতকগুলি বাক্যাংশ আছে যার সাথে পূরক শব্দ ব্যবহার করা হয় না। যেমন As soon as we reached the bus stop, the bus left. এই বাক্যে as soon as-এর পূরক শব্দের দরকার হয় নি।


》 as soon as — X
》as long as — X
》unless — X
》as far as — X
》until — X
》X — till
》X — so that
》no sooner — than
》hardly — when
》not only — but also
》either — or
》neither — nor
》although — yet
》lest - but also
》the — the


1.  As soon as we reached the station, the train left.আমরা যেই স্টেশনে পৌঁছেছি অমনি গাড়ি ছেড়ে দিলো ।

2.  No sooner did he get up to deliver his speech than the hall began to resound with cheers.উনি ভাষণ দিতে ওঠার সঙ্গে সঙ্গে হল করতালিতে মুখরিত হয়ে উঠল।

3.  We had scarcely reached the school when (before) the bell rang.আমরা স্কুলে পৌঁচেছি কিনা, অমনি ঘণ্টা বেজে গেল।

4.  He had hardly come out of his house when [before] it started.উনি বাড়ি থেকে বেরিয়েছেন কি না, বৃষ্টি শুরু হয়ে গেল।

5.  Unless you run fast, you will not be able to catch the train.জোরে না দৌড়ালে তুমি গাড়ি ধরতে পারবে না।

6.  He did not come out of his house until it stopped raining.বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত উনি বাড়ি থেকে বেরােলেন না।

7.  Please wait for me till I return. আমি না আসা পর্যন্ত আপনি দয়া করে অপেক্ষা করবেন । 

8.  As long as I am here, you need not worry about anything.আমি যতক্ষণ এখানে আছি আপনি কোন চিন্তা করবেন না।

9.  Although he is poor, yet he is honest.উনি গরীব হলেও সাধু।

10.  As far as I remember, he was here yesterday.আমার যতদূর মনে পড়ে উনি কাল এখানে ছিলেন।

11.  I fear lest it might rain.ভয় হয় পাছে বৃষ্টি না পড়তে আরম্ভ করে। 
 
12.  Get the roof repaired. before it should leak.ছাতটা সারিয়ে নাও, হয়ত জল চোঁয়াতে পারে।

13.  What to speak of standing first, he cannot even pass the examination.প্রথম হওয়া তাে দূরের কথা, ও তাে পরীক্ষায় পাসই হতে পারবে না। 

14.  He would rather fail than copy.ও পরীক্ষায় ফেল করবে, তবুও নকল করবে না।

15.  No less a person than the Chief 
Minister of the state hoisted the national flag. রাষ্ট্রীয় পতাকা উত্তোলন প্রদেশের মুখ্যমন্ত্রীর মত প্রতিষ্ঠাবান ব্যক্তি করেছিলেন।

16.  He is so ill that he cannot rise from his bed. তিনি এত অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারেন না।

17.  He works hard so that he may win a prize.সে এত পরিশ্রম করে যে হয়ত পুরস্কার পেতে পারে।

18.  The higher you go, the colder it is.যতই উচুতে যাওয়া হয়, ততই ঠাণ্ডা বাড়ে।

19.  Either you or your brother is guilty.তুমি না তােমার ভাই দোশী।

20.  She is too weak to walk.সে এত দুর্বল যে হাঁটতে পারে না।

21.  She is so weak that she cannot walk. সে এত বেশী দুর্বল যে হাঁটতেই পারে না।

22.  This tea is too much for me. এতটা চা আমার পক্ষে বেশি হবে।

23.  Take care, lest the baby should fall down. সাবধান, শিশুটি পড়ে না যায়।

24.  Either you complete this job today or you lose your money.তুমি কাজটা আজ পুরাে না হলে পয়সা পাবে না।

25.  I study not only English, but French also.আমি কেবল ইংরেজি না, ফরাসীও পড়ি।

26.  Neither Balkrishna nor his brother plays in this park. এই পার্কে না বালকৃষ্ণ খেলে, না ওর ভাই।

27.  Not only did they serve us tea, but they gave us sweets and fruits also.তাঁরা আমাদের কেবল চা-ই খাওয়াননি, মিষ্টি ও ফলও দিয়েছিলেন।


——— Thank You  ———

Post a Comment

Previous Post Next Post