*** He, She, It, This, That, You, I, Each, None ইত্যাদি সর্বনামের ব্যবহার

a, an, the – articles [এর সাধারণ ব্যবহার] ---


*** এইবার আমরা ইংরেজি ব্যাকরণের কিছু বৈশিষ্ট সম্বন্ধে আলােচনা করব। এইগুলির জ্ঞান আপনাদের ইংরেজি ভাষা বুঝতে সহায়ক হবে। এর পরের পাঠে এই বিষয়গুলির উপর বিশেষ আলােকপাত করা হয়েছে - pronouns,
prepositions, correlatives, active and passive voices, temporals, countable nouns, emphasis and some notable usages. শেষে কতকগুলি বহুল প্রচারিত idiomsও দেওয়া হয়েছে। প্রত্যেক দিনের পাঠের শেষে এই বিষয়ে কিছু টিপ্পনীও দেওয়া হয়েছে যা এগুলি বুঝতে সাহায্য করবে।
আপনারা প্রত্যেক দিন এক একটি পাঠ শিখুন। দেখবেন কত শীঘ্র আপনি উত্তরােত্তর প্রগতি করছেন। তাহলে আজ pronouns [সর্বনাম] থেকেই আরম্ভ করা যাক ---

1. This is Ram.ইনি রাম।
2. That is Sita.উনি সীতা।
3. This is his book. এই বইটা ওর।
4. This is her book.ওই বইটা ওর।
5. He is a boy. সে বালক।
6. She is a girl. সে বালিকা।
7. You are a student.তুমি ছাত্র।
8. I am a clerk. আমি একজন কেরাণী।
9. This is a pen.এটি একটি কলম।
10. This is an apple.এটি আপেল।
11. That's an orange. ওটি কমলালেবু।
12. I am an Indian. আমি ভারতবাসী।
13. This is the book I need. আমার এই বইটাই চাই।
14. The same pen I also have bought.আমি ওই কলমটাই কিনেছি,
15. This is a pencil. And it's mine.এটি একটি পেনসিল। এটা আমার পেনসিল।
16. That is my goat.ওটি আমার ছাগল।
17. These books are mine.Those books are yours. এই বইগুলি আমার। ওই বইগুলি তােমার।
18. These are your notebooks. They are on the table. এইগুলি তােমার খাতা। ওগুলাে টেবিলের ওপর আছে।
19. Those are my marbles. They are of different colours. এগুলি আমার মার্বেল। এগুলি নানা রঙের।
20. These are my books. Those are yours.এই বইগুলো আমার বই । ওইগুলো তোমার বই ।
21. India is our country. We are her inhabitants.ভারত আমাদের দেশ। আমরা এই দেশের অধিবাসী।
22. Mr. Sharma is your teacher.শ্রীশমা তােমার শিক্ষক।
23. Kamla and Vimla are sisters. Their mother is a teacher.কমলা আর বিমলা দুই বােন। ওদের মা শিক্ষিকা।
24. Each of these boys plays games.প্রত্যেকটি ছেলে নানা ধরণের খেলা খেলে।
25. None of us went there.আমাদের মধ্যে কেউই ওখানে যাইনি।
26. We enjoyed ourselves during the holidays.আমরা ছুটি খুব আনন্দে কাটিয়েছিলাম।
27. Whoever is the best, will get a prize. যে সবচেয়ে ভাল, সেই পুরস্কার পাবে।
28. She is wiser than I. ও আমার চেয়ে বেশী বুদ্ধিমতী।
29. My handwriting is better than that of my brother. আমার হাতের লেখা আমার ভাইএর চেয়ে ভাল।
30. What is that? That is a pencil.ওটা কি? এটি একটি পেনসিল।
31. What are those? Those are books.ওগুলাে কি ? ওগুলাে বই।
32. This is a box. These are its corners. এটি একটি বাক্স। এগুলাে এটির চারধার।
33. Who is that? He is my friend. উনি কে ? উনি আমার বন্ধু।
34. Whose notebook is this? এই খাতাটা কার ?
35. It's her.এটা ওঁর।
36. This cow is ours. এই গরুটা আমাদের।
37. Those shops are theirs. ওই দোকানগুলি ওঁদের।
38. This watch is mine.এই ঘড়িটা আমার।
39. This house is yours.এই বাড়িটা আপনার।
40. This is your house.আপনার বাড়ি এইটা।

*** স্মরণীয় [To Remember] ***

1. He [She] আর That এর অর্থ অনেকসময় ‘ও' দিয়েও জানানাে যেতে পারে। কিন্তু He ও She ব্যক্তিবাচক ও
That নিশ্চয়বাচক সর্বনাম। যেমন এটা নয়, ওটা আনাে - Bring that not this. He ও She হল যথাক্রমে পুরুষ ও
স্ত্রীবােধক সর্বনাম।

2. This, That, এই নিশ্চয়বাচক সর্বনামের বহুবচন যথাক্রমে These এবং Those.

3. প্রথমবার This, That ব্যবহার করার পর পরবর্তী বাক্যে [প্রসঙ্গানুসার] It লেখা ও বলা চলে।

4. প্রথম বাক্যে These [এইগুলি], Those [ওগুলাে] থাকলে পরবর্তী বাক্যে They ব্যবহার করা হয়।

5. A, an, the - এদের articles বলা হয়। A, an অনিশ্চয়বাচক ও the নিশ্চয়বাচক article. সাধারণতঃ যে
বিশেষ্যের সংখ্যা নিরূপিত করা যেতে পারে [countable] তাদের আগে a, an ব্যবহৃত হয়। যেমন, a book, a cat, an
animal, an age, ইত্যাদি। যে শব্দের প্রথম অক্ষর a, e, i, o, u, তাদের আগে an লিখতে হয়। যেমন an animal, an
Indian ইত্যাদি। শব্দের প্রথমে ব্যঞ্জনবর্ণ থাকলে a ব্যবহার করা হয়, যেমন a man, a talk, ইত্যাদি।

6. The নিশ্চয়বাচক article এর ব্যবহার কোন ব্যক্তি বা বস্তুবিশেষ কে ইংগিত করার সময় হয়। যেমন – This is the book I need আমি এই বইটাই চাই। পরবর্তী পাঠে এর আরও ব্যবহার দেখানাে হবে।

----- নমস্কার -----

Post a Comment

Previous Post Next Post