*** স্থানসূচক [Platial] শব্দদ্বারা রচিত বাক্য[on, at, into, in, of, to, by, with, besides, beside, between, among, over]
*** ইংরেজি বাক্যরচনায় Preposition এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষার ছাত্রদের সেজন্য Preposition
এর ব্যবহার জেনে নেওয়া নিতান্ত আবশ্যক। কোন কোন Preposition এর সম্বন্ধ স্থান, সময় ইত্যাদির সাথে থাকে ও কোন কোনটির কারণ এবং গতির সাথে । Preposition ও সাধারণতঃ বিশেষ্য, সর্বনাম ইত্যাদির সাথে অন্য শব্দের সম্বন্ধ সূচিত
করে। যদিও এদের ব্যবহার বিশেষ্যের প্রথমে থাকে। অবশ্য কখনও কখনও পরেও থাকে। Preposition এর ব্যবহার ভালভাবে আয়ত্ত করুন।
1. The book is on the box. বইটি বাক্সর ওপরে আছে।
2. The book is on the table. বইটি টেবিলের ওপর আছে।
3. The clerk is at the seat. কেরাণী চেয়ারে বসে আছেন।
4. There is green paint on the door.দরজায় সবুজ রঙ লাগানাে আছে।
5. Father is standing at the door.বাবা দরজায় দাঁড়িয়ে আছেন।
6. Don't leave it on the floor. এটা মেঝেতে রেখাে না।
7. I'll see you at home. আমি আপনার সাথে বাড়িতে দেখা করব।
8. Kamala is coming into the room.কমলা ঘরের মধ্যে আসছে।
9. Kamala and Shyam, both are in the room. কমলা ও শ্যাম ঘরের মধ্যে আছে।
10. There is little water in the glass.গেলাসে একটুখানি জল আছে।
11. I pour some more water into the glass.আমি গেলাসে আরও একটু জল ঢালছি।
12. People bathe in the river. ললাকেরা নদীতে স্নান করে।
13. The child fell into the river.শিশুটি নদীতে পড়ে গেল।
14. We sit on the bench, but father sits in the arm-chair.
15. Why don't you sit at the table.আপনি টেবিলে কেন বসেন না ?
16. Why didn't you put the book on the table? তুমি বইটা টেবিলের ওপর কেন রাখ নি?
17. The pen is in the drawer.কলমটি ড্রয়ারের মধ্যে আছে।
18. The letter was sent by post.চিঠিটা ডাকে পাঠানাে হয়েছিল।
19. He went into his house. তিনি নিজের বাড়ির ভেতরে গেলেন।
20. Please translate this from Bengali into English. এটাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন।
21. We cut the cake into four pieces.আমরা কেকটি চার ভাগে ভাগ করলাম।
22. He lives in Delhi, but his brother lives at Faridabad.উনি দিল্লিতে থাকেন, কিন্তু ওঁর ভাই থাকেন ফরিদাবাদে।
23. We live at Delhi, which is in India.আমরা ভারতবর্ষের অন্তর্গত দিল্লিতে থাকি।
24. Himachal Pradesh is in the northern India.হিমাচল প্রদেশ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত।
25. The Himalayas are on the north of India. হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত।
26. Nepal is to the north of India.নেপাল ভারতের উত্তরে।
27. Don't jundge a person by his clothes. পােশাক পরিচ্ছদ দিয়ে ব্যক্তির যাচাই করা উচিত নয়।
28. I filled the bottle with milk.আমি বােতলে দুধ ভরলাম ।
29. The tiger was killed by the hunter.বাঘটি শিকারীর হাতে মরেছে।
30. The tiger was killed with a gun.বাঘটিকে বন্দুক দিয়ে মারা হয়েছে।
31. The letter was written by her with a pen.চিঠিটা উনি কলম দিয়ে লিখেছিলেন।
32. He stood beside his brother. তিনি তাঁর ভাইএর পাশে দাঁড়ালেন।
33. I play football besides hockey. হকি ছাড়া আমি ফুটবলও খেলি।
34. Divide the sweets between Suresh and Hari.মিষ্টিগুলাে সুরেশ ও হরির মধ্যে ভাগ করে দাও।
35. Simla is situated among the mountains. সিমলা পাহাড়ে ঘেরা শহর।
36. He is a man with brown hair. তিনি বাদামি চুলের লােক।
37. He is a man of principle.তিনি আপন সিদ্ধান্তে চলেন।
38. There is a bridge over the Yamuna. যমুনা নদীর উপর একটা পুল আছে।
39. Throw the ball over the wall.বলটা দেওয়ালের ওপর দিয়ে ফেল।
40. The aeroplane flew over the sea to France.এরােপ্লেন সমুদ্রের ওপর দিয়ে ফ্রান্সের দিকে উড়ে গেল।
41. Birds are flying over the bridge.পাখিরা পুলের উপর উড়ছে।
42. Boats are under the Bridge. নৌকোগুলি পুলের নীচে আছে।
43. Amitabha is standing between Ram and Vikas.অমিতাভ রাম ও বিকাশের মাঝখানে দাঁড়িয়ে আছে।
44. Ram is in front of Sita. Sita is standing behind him.রাম সীতার আগে আগে আছেন। সীতা তাঁর পেছনে।
45. Buses run on the roads. Sarees are on display. We are on duty.They are on tour. The luggage is on the platform. বাস রাস্তায় চলে। গাড়িগুলি প্রদর্শনের জন্য রাখা আছে। আমরা ডিউটিতে আছি। ওরা ট্যুর করছেন।মালপত্র প্লাটফর্মে রয়েছে।
*** স্মরণীয় [To Remember]
1. At, on, in, with, by, ইত্যাদি prepositions সাধারণতঃ স্থানবাচক [platial] ও কালবাচক [temporal] শব্দের সঙ্গে ব্যবহৃত হয়। ওপরে আপনারা স্থানবাচক অর্থে এদের ব্যবহার দেখেছেন।
2. On ও at এর ব্যবহার ও তাদের অর্থের প্রভেদ জেনে নেওয়া উচিৎ। সেইরকম by ও with এরও। On the table - এর অর্থ – টেবিলের উপর, আর at the table - এর অর্থ – টেবিলের কাছে [থাকে অনেক সময় টেবিলে'ও বলা হয়]।
By এর মানে দ্বারা, ও with এর সাথে।
3. Between দুজনের বা দুইটি বস্তুর মধ্যের জন্য ব্যবহার করা হয়। Among দুই এর চেয়ে অধিক ব্যক্তি বা বস্তুর
জন্য।
4. Kamala is going in her room.
Kamala is going into her room.
এই দুইটি বাক্যের মধ্যে নীচেরটাই ঠিক কেননা এ কথা বলা হচ্ছে যে কমলা নিজের ঘরের মধ্যে যাচ্ছে। ঘরের মধ্যে
আছে বা কাজকর্ম করছে এই কথা বলা হচ্ছে না। দ্বিতীয় ক্রিয়াটির জন্য in ব্যবহার করা হয়।
* Kamala is in her room.
》} কমলা নিজের ঘরে আছে।
* Kamala is sleeping in her room.
》} কমলা নিজের ঘরে ঘুমুচ্ছে।
Post a Comment