*** Examples of Present,Past,Future tense and Modal verb.(উদাহরণ বর্তমান,অতীত,ভবিষ্যত কালের এবং মডাল ভার্বের) ।
*** এই উদাহরণ গুলি ভালো করে লক্ষ্য করুন এবং আমি যেই সূত্র গুলি দিয়েছিলাম সেইগুলোর সাথে মেলাতে চেষ্টা করুন ।
*** এই উদাহরণে আমি Negative এবং Interrogative sentence এর উদাহরণ ও দিচ্ছি ।
*** Present tense :-
------ Do / Does ------
》} Ankita :- Yes, I do.
2. Bikki :- Does Lata come to your house ?.লতা কি তোমার বাড়িতে আসে ? [Interrogative]
》} Ankita :- Yes, she comes sometime.হ্যাঁ, কখনো কখনো আসে ।
3. Bikki :- Do other friends come to your house ?অন্য বন্ধুরাও কি তোমাদের বাড়িতে আসে ?
》} Ankita :- Yes, others also come.হ্যাঁ, অন্যরাও আসে ।
4. Bikki :- Do you stay in London ?তুমি কি লন্ডনে থাকো ?
》} Ankita :- No, I stay in Calcutta.না, আমি কলকাতায় থাকি ।
Is/Am/Are
1. Bikki :- Is this the book you are looking for ? তুমি কি এই বইটাই চাও ?
》} Ankita :- Yes, this is it. হ্যাঁ, এই বইটাই চাই ।
2. Bikki :- Is Kamal reading the same book ? কমলও কি এই বইটাই পরছে ?
》} Ankita :- No, that is different one. না, সেটা অন্য বই ।
3. Bikki :- Are you not going to market ? তুমি কি এখন বাজারে যাচ্ছ না ?
》} Ankita :- No, I am not.
4. Bikki :- Is your father in government service ? তোমার বাবা কি সরকারি অফিসে কাজ করেন ?
》} Ankita :- No, he is a business man. না, তিনি একজন ব্যবসায়ী ।
5. Bikki :- Is your elder brother preparing for some examination ? তোমার দাদা কি কোনো পরীক্ষা দেওয়ার জন্য তৈরী হচ্ছে ?
》} Ankita :- Yes, he is preparing for the I.A.S examination. হ্যাঁ, আই এ এস পরীক্ষার জন্য তৈরী হচ্ছে ।
---- Has / Have ----
1. Have you written any letters to Radha ? তুমি কি রাধাকে কোন চিঠি লিখছ ?》} Ankita :- Yes, I have written to her. হ্যাঁ, আমি রাধাকে লিখছে ।
2. Bikki :- Has Radha replied to your letter ? রাধা কি তোমার চিঠির জবাব দিয়েছে ?
》} Ankita :- No, she has not replied ? না, দেয় নি ।
3. Bikki :- Have you taken your meals ? কিছু খেয়েছ ?
》} Ankita :- No, I had a heavy breakfast in the morning. না, সকালে জলখাবারটা যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছিল ।
4. Bikki :- Did you go his house ? তুমি কি ওদের বাড়িতে গিয়েছিলে ?
》} Ankita :- No, I have yet to go. না, এখনও যাওয়া হয় নি ।
Has been/have been
1. Bikki :- What have you been doing since morning ? তুমি কি করছিলে সকাল থেকে ?
》} Ankita :- I have been reading a book since morning. আমি একটি বই পড়ছি সকাল থেকে ।
2. Bikki :- Has it been raining here also since yesterday ? কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে ?
》} Ankita :- Yes, it has been raining but intermittently. হ্যাঁ, থেমে থেমে হচ্ছে ।
3. Bikki :- Has the water been boiling for long ? জল কি অনেকক্ষণ ধরে ফুটছে ?
》} Ankita :- No, it has been boiling only for a little time. না, এই অল্পক্ষণ ধরে ফুটছে ।
*** Past tense :-
---- Did ----
*** আমি চাই আপনারা ইংরেজি মানে গুলো নিজেরাই শিক্ষুন । সবাই নিজেদের Device এ Dictionary download করেনিন । এতে আপনাদের নিজেদের skill develop হবে ।
1. Sir :- Did you get up early yesterday ?
》} Ankita :- Yes sir, I got up early.
2. Sir :- Did you have bread and butter ?
》} Ankita :- Yes sir, I did.
3. Sir :- Did Armani come to your house at afternoon.
》} Ankita :- No, she did not come.
4. Sir :- Did you write this poem ?তুমি কি এই কবিতা লিখেছিলে ?
》} Uma:- No, I didn't write, but my brother did.উমা :- না, আমি লিখিনি, আমার ভাই লিখেছে।
*** Was / Were ***
》} Ramesh: Yes sir, I was.রমেশ : হাঁ মাস্টারমশায়, গিয়েছিলাম ।
2. Teacher: Were you not reading a book while walking? শিক্ষক : তুমি কি পথ চলতে চলতে বই পড়ছিলে না?
》} Ramesh :- Yes sir, I was reading a book while walking.রমেশ : হাঁ মাস্টার মহাশয়, আমি চলতে চলতে পড়ছিলাম।
3. Teacher: Was Rama also reading wile walking? শিক্ষক : রমাও কি চলতে চলতে পড়ছিল ?
》} Ramesh: No, she was just listening.রমেশ : না, ও কেবল শুনছিল।
4. Teacher :- Was your aunt singing at your house?শিক্ষক :- তােমার পিসীমা কি তােমাদের বাড়ীতে
গান গাইছিলেন ?
》} Ramesh: No, it was my sister.রমেশ : না, আমার বােন গাইছিল।
5. Radha :- Were you studying English? রাধা : তােমরা কি ইংরেজি পড়ছিলে ?
》} Sudha: Yes, we were learning English. সুধা :- হাঁ, আমরা ইংরেজি শিখছিলাম?
---- Had ----
1. Kamal: Had you not gone to the cinema?কমল : তুমি কি সিনেমা যাওনি ?
》} Vimal: No, I had not.বিমল
: না, আমি সিনেমা যাইনি।
2. Rama: Had he closed the shop?রমা : ও কি দোকান বন্ধ করে দিয়েছিল ?
》} Radha: Yes, he had.রাধা : হাঁ, বন্ধ করে দিয়েছিল।
3. Ram: Had he not met you til yesterday? রাম : ও কি তােমার সঙ্গে কাল পর্যন্ত দেখা করেনি ?
》} Shyam: No, he hadn't. নাে, হি হ্যাডন্ট।
4. Raman: Had you not gone to play yesterday?রমন : কাল তুমি খেলতে যাওনি ?
》} Sudhir: No, I had not gone to play.সুধীর : না, কাল আমি খেলতে যাইনি।
---- Had been ----
1. Naresh: Had you been studying for last two hours?নরেশ : তুমি কি গতকাল দু'ঘন্টা ধরে পড়ছিলে?
》} Ramesh: Yes, because I had been planning to see a film after finishing my work.রমেশ : হ্যাঁ, কারণ আমি পড়া শেষ করে সিনেমায়
যাওয়ার কথা ভাবছিলাম।
2. Naresh: But, why Ram also had been studying with you?নরেশ : কিন্তু, তােমার সঙ্গে রামও পড়ছিল কেন ?
》} Ramesh: Because, he had also been insisting on going with
me for the film.রমেশ : কারণ, সেও আমার সঙ্গে সিনেমা দেখতে
যাওয়ার জিদ করেছিল।
3. Naresh: But, your mother was saying that you had been
planning to go out with some friends. নরেশ : কিন্তু তােমার মা তাে বলছিলেন যে তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ঠিক করেছিলে।
》} Ramesh: Yes, previously we had been planning something
of that sort, but later we changed our programmeরমেশ : হ্যাঁ, আগে আমরা এরকমই কিছু ভেবেছিলাম, কিন্তু পরে তা বদলেছি।
*** Future tense ***
---- Shall / Will ----
1. Govind :- Will you play?গােবিন্দ :- তুমি খেলবে?
》} Ram :- No, I won't. রাম :না, আমি খেলবােনা।
2. Govind :- Will you come tomorrow?গােবি:তুমি কি কাল আসবে?
》} Ram :- Yes, I'll come.রাম :হ্যা, আসব।
3. Govind :- Will you be staying here tonight? গােবিন্দ :- তুমি কি রাত্রে এখানে থাকবে?
》} Ram :- No, I'II go back.রাম :- না, আমি ফিরে যাব।
4. Govind :- Will you see Raja on Friday? গােবিন্দ : তুমি কি শুক্রবার দিন রাজার সঙ্গে দেখা করবে?
》} Ram :- No, I'll wait for you at home.রাম :- না, আমি বাড়ীতে তােমার জন্য অপেক্ষা করব।
---- Will be / Shall be ----
1. Amitabh :- Will you be in the train at this time tomorrow?অমিতাভ :- কাল এই সময় কি তুমি গাড়িতে থাকবে ?
》} Rakesh :- Yes, I'll be about to reach Kanpur at this time.রাকেশ :- হ্যাঁ, আমি সে সময় কানপুর পৌছে
যাব হয়ত।
2. Amitabh :- Shall we not be playing match at this time?অমিতাভ :- কাল কি এই সময় আমরা ম্যাচ খেলতে থাকবাে না ?
》} Rakesh :- Yes, of course we'll be.রাকেশ :- হাঁ, কাল এই সময় আমরা ম্যাচ খেলতে থাকবাে।
3. Amitabh :- Shall we be coming to Simla again and again? অমিতাভ :- আমরা কি বার বার সিমলা আসতে থাকবাে ? [বা আসবাে ?]
》} Rakesh :- No, we won't be. রাকেশ :- না, আমরা বার বার আসতে থাকবাে [অথবা আসবাে] না।
----- Will have / Shall have -----
1. Meenakshi :- Will she have gone?মীনাক্ষী :- ও কি চলে গেছে তবে ?
》} Rajani :- No, she wouldn't have gone.রজনী :- না, যাইনি হয়তাে।
2. Meenakshi: Will you be back from Kalka by the next month ?মীনাক্ষী :তুমি কি আসছে মাস নাগাদ কালকা থেকে চলে আসবে?
》} Rajani: Yes, I should be back by then. রজনী :হাঁ, এসে যাবাে।
3. Meenakshi: You Will have taken your test by this time tomorrow?মীনাক্ষী :কাল এই সময় নাগাদ তােমার পরীক্ষা শেষ হয়ে যাবে।
》} Rajani: Yes, an important chapter of my life would be over. রজনী :হাঁ, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়ে যাবে।
4. Meenakshi: Will you have passed tenth class by the next year? মীনাক্ষী : তুমি কি আগামী বছরে দশম শ্রেণীর পরীক্ষা পাশ করে যাবে?
》} Rajani: Yes, I should have passed it by that time.রজনী :- হাঁ, ততদিনে আমি পাশ করে যাব।
5. Meenakshi: Will the elections be over by March?মীনাক্ষী : মার্চ নাগাদ কি নির্বাচন শেষ হয়ে যাবে ?
》} Rajani: Yes, the elections will have completed by March.রজনী :- হাঁ, মার্চ পর্যন্ত হয়ে যাবে।
6. Meenakshi :- Will your brother have returned from Canada?মীনাক্ষী : তােমার ভাই কি ততদিনে ক্যানাডা থেকে এসে যাবে?
》} Rajani: No, he would not have.রজনী :- না, তখনও নয়।
----- Will have been / Shall have been -----
1. Prabhat :- Will you have been sleeping tomorrow at this time?প্রভাত :- কাল তুমি এ সময় ঘুমিয়ে থাকবে?
》} Sudhir :- No, probably I shall have been studying at this time. সুধীর :- না, বােধহয় এ সময় পড়তে থাকব ।
2. Prabhat: And what will your brother. Rajiv have been doing ?প্রভাত :- আর তোমার ভাই, রাজীব কি করতে থাকবে ?
》} Sudhir: He will have been preparing to leave for Simla.সুধীর :- ও, শিমলা যাওয়ার জন্য তৈরী হতে থাকবে।
3. Prabhat: Will the policeman have been interrogating
the pickpocket at this time? প্রভাত :- পুলিশ কি এ সময় পকেটমারকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে?
》} Sudhir: No, he will have been on his round.সুধীর : না, সে তার রাউণ্ডে বেরিয়ে থাকবে।
Post a Comment