*(Passive 
voice)*


***About tense(কাল)***


*** Tense(কাল) সাধারণত তিন প্রকারের হয়ে থাকে । যথা - 

1. Present tense.(বর্তমান কাল)

2. Past tense.(অতীত কাল)

3. Future tense.(ভবিষ্যত কাল)

***Present tense :-


• >Present indefinite tense:- (Rules) = Object হবে subject + is/am/are + (verb)3rd + by + Subject হবে object.               

• >Present continuous tense:- (Rules) = Object হবে Subject + is/am/are + being + (verb)3rd + by + Subject হবে object.                                          

• >Present perfect tense:- (Rules) = Object হবে Subject + has/have + been + (verb)3rd + by + Subject হবে object.                                                    

• >Present perfect continuous tense:- (Rules) = Object হবে Subject + has/have + been + being + (verb)3rd + by + Subject হবে object.

*** Examples of present tense:- *Present indefinite tense:- কারো দ্বারা কোনো কাজ করা হয়,খাওয়া হয়,যাওয়া হয়, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।যেমন -


1. Market is gone by me.(আমার দ্বারা বাজারে যাওয়া হয়)

2. My home is come by them.(তাদের দ্বারা আমার বারিতে আসা হয়)

Present continuous tense:- কারো দ্বারা কোনো কাজ করা হচ্ছে, আসা হচ্ছে, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

1. Work is being done by Bikki.(বিকির দ্বারা কাজ করা হচ্ছে)

2. Rice is being eaten by me.(আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে)

Present Perfect tense:- কারো দ্বারা কোনো কাজ করা হয়েছে,বলা হয়েছে, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় ।

1. This work has been done by me.(আমার দ্বারা এই কাজটি করা হয়েছে)

2. Something has been told by him.(তার দ্বারা কিছু বলা হয়েছে)

* Present Perfect continuous tense:- কারো দ্বারা কোনো কাজ করা হচ্ছে "একটা নির্দিষ্ট সময় থেকে" তখন থেকে করা হচ্ছে,সেই দিন থেকে নেওয়া হচ্ছে, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

1. Work has been being done by me.(আমার দ্বারা কাজটি করা হচ্ছে"একটা নির্দিষ্ট সময় থেকে")

2. Market has been being gone by Bikki.(বিকির দ্বারা বাজারে যাওয়া হচ্ছে"একটা নির্দিষ্ট সময় থেকে")

*** Past tense...


• >Past indefinite tense:- (Rules) =Object হবে Subject + was/were + (verb)3rd + by + Subject হবে Object.                                                   

• >Past continuous tense:- (Rules) = Object হবে Subject + was/were + being + (verb)3rd + by + Subject হবে Object.                                                      

• >Past perfect tense:- (Rules) = Object হবে Subject + had + been + (verb)3rd + by + Subject হবে Object.                      

• >Past perfect continuous tense:- (Rules) = Object হবে Subject + had + been + being + (verb)3rd + by + Subject হবে Object.

*** Examples of past tense:- 

*Past indefinite tense:- কারো দ্বারা কোনো কাজ করা হলো,নেওয়া হলো, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় ।


1.Market was gone by me.(আমার দ্বারা বাজারে যাওয়া হলো)

2. Work was done by him.(তার দ্বারা কাজটি করা হলো)

Past continuous tense:- কারো দ্বারা কোনো কাজ করা হচ্ছিলো,নেওয়া হচ্ছিলো, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

1. Market was being gone by me.(আমার দ্বারা বাজারে যাওয়া হচ্ছিলো)

2. Work was being done by him.(তাদের দ্বারা কাজ করা হচ্ছিলো)


Past perfect tense:- কারো দ্বারা কোনো কাজ করা হয়েছিলো,খাওয়া হয়েছিলো, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় ।

1. Rice had been eaten by him.(তার দ্বারা ভাত খাওয়া হয়েছিলো)

2. Work had been done by me.(আমার দ্বারা কাজটি করা হয়েছিলো)


Past perfect continuous tense:- "একটা নির্দিষ্ট সময় থেকে" কারো দ্বারা কোনো কাজ করা হচ্ছিলো,পরা হচ্ছিলো, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

1. Rain had been being fallen by the cloud.(মেঘের দ্বারা বৃষ্টি পড়ছিলো"নির্দিষ্ট সময় থেকে")

2. Work had been being done by him.(তার দ্বারা কাজটি করা হচ্ছিলো "নির্দিষ্ট সময় থেকে")

**Future tense:-


•  Future indefinite tense:- Object হবে Subject + shall/Will + Be + (verb)3rd + by + Subject হবে Object.

•  Future past/ past future:- Object হবে Subject + should/would + be + (verb)3rd + by + Subject হবে object.
* Example of future indefinite tense:-
1. It will be done by him.(তার দ্বারা এটা করা হবে )
* Example of future past tense:-

1. It should be done by him.(তার দ্বারা এটা করা উচিত হবে )


***** এই দুইটি নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মের বিশেষ কোনো ভূমিকা নেই। এর পরে আমি কিছু Example এর List দিয়ে দিবো।

--- Thank You ---


------- × -------


Post a Comment

Previous Post Next Post