![]() |
**(Active voice)**
About tense(কাল)
*** Tense(কাল) সাধারণত তিন প্রকারের হয়ে থাকে । যথা -
- Present tense.(বর্তমান কাল)
- Past tense.(অতীত কাল)
- Future tense.(ভবিষ্যত কাল)
***Present tense...
- Present indefinite tense:- (Rules) = Subject + (verb)1st + object.
- Present continuous tense:- (Rules) = Subject + is/am/are + (verb)1st + ing + object.
- Present perfect tense:- (Rules) = Subject + has/have + (verb)3rd + object.
- Present perfect continuous tense:- (Rules) = Subject + has/have + been + (verb)1st + ing + object.
*** Examples of present tense:- *Present indefinite tense:- Present indefinite tense = খায়,যায়,হয়,করে,থাকে ইত্যাদি বিষয়ে হয়ে থাকে ।
1. I go to the market.(আমি বাজারে যাই)
2. They come my home.(তারা আমার বারিতে আসে)
* Present continuous tense:- আসছি, খাচ্ছি, করছি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
1. Bikki is doing some work.(বিকি কিছু কাজ করছে)
2. I am eating rice.(আমি ভাত খাচ্ছি)
* Present Perfect tense:- করেছে,বলেছে,কিনেছে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
1. I have done this work.(আমি এই কাজটি করেছি)
2. He told something.(সে কিছু বলেছে)
* Present Perfect continuous tense:- তখন থেকে করছি,সেই দিন থেকে হচ্ছে, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
1. I have been doing work.(আমি কাজটি করছি "একটা নির্দিষ্ট সময় থেকে")
2. He has been teaching since two hour.(সে পরাচ্ছে দুই ঘন্টা ধরে)
*** Past tense...
- Past indefinite tense:- (Rules) = Subject + (verb)2nd + object.
- Past continuous tense:- (Rules) = Subject + was/were + (verb)1st + ing + object.
- Past perfect tense:- (Rules) = Subject + had + (verb)3rd + object.
- Past perfect continuous tense:- (Rules) = Subject + had + been + (verb)1st + ing + object.
*** Examples of past tense:-
*Past indefinite tense:- ল,লে,লো,লাম,লেন অর্থে ব্যবহৃত হয়।
1. I went to market.(আমি বাজারে গেলাম)
2. He did a work.(সে কাজটি করলো)
* Past continuous tense:- করছিলো,খাচ্ছিলো,দিচ্ছিলো ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
1. I was going to market.(আমি বাজারে যাচ্ছি লাম)
2. They were doing some work.(তারা কিছু কাজ করছিলো)
* Past perfect tense:- করেছিলো,খেয়েছিলো,কিনেছিল ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।
1. He had eaten rice.(তিনি ভাত খেয়েছিলেন)
2. I had done this work.(আমি এই কাজটি করেছিলাম)
* Past perfect continuous tense:- "একটা নির্দিষ্ট সময় থেকে" করছিলো,পরাচ্ছিলো, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
1. I had been teaching since two hour.(আমি দুই ঘন্টা ধরে পরাচ্ছিলাম)
2. He had been doing work.(সে কাজটি করছিলো "নির্দিষ্ট সময় থেকে করছিলো")
*** Future tense:- Future tense - ব,বে,বো,বা,বেন, ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
- Future indefinite tense:- Subject + shall/Will + (verb)1st + object.
- Future past/ past future:- Subject + should/would + (verb)1st + object.
***** এই দুইটি নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মের বিশেষ কোনো ভূমিকা নেই। তাও আমি নিম্নে কিছু Example দিচ্ছি।
Future perfect.
1. I should have passed it by that time.(ততদিনে আমি পাশ করে যাব)
2. Will she have gone?(ও কি চলে গেছে তবে?)
Future perfect continuous tense.
1. Will you have been sleeping tomorrow at this time?(কাল তুমি এ সময় ঘুমিয়ে পড়বে?)
2. And,what will your brother,Bikki have been doing?(আর তোমার ভাই,বিকি কি করতে থাকবে?)
Post a Comment