*** How to make Negative sentence and Interrogative sentence. [কিভাবে নেতিবাচক/নাবাচক এবং প্রশ্নবাচক বাক্য বানাতে হয়।]


***নিম্নলিখিত বাক্যগুলি ভালভাবে লক্ষ্য করুন ।

*** Negative and Interrogative of present tense:-

  1.     They are writing a letter.তারা চিঠি লিখছে ।
  2.     I have gone to market.আমি বাজারে গিয়েছি ।

*  এই দুইটি বাক্যই affirmative ইতিবাচক এদের নেতিবাচক [negative] ও প্রশ্নবাচক [Interrogative] রুপ নিচে দেওয়া হলো - 

*নেতিবাচক [negative] :-
  1.     They are not writing a letter. তারা চিঠি লিখছে না ।
  2.     I have not gone to market. আমি বাজারে যাইনি ।

*প্রশ্নবাচক [Interrogative] :-

1.    Are they writing a letter? তারা কি চিঠি লিখছে?
2.    Have I gone to market? আমি কি বাজারে গিয়েছি?

*** এর থেকে বোঝা গেল যে ইতিবাচক থেকে নেতিবাচক করতে প্রথম বাক্যের সহায়ক ক্রিয়া [Auxiliary verb] are,have প্রভৃতির পরে কেবল not লিখতে বা বলতে হয়। প্রশ্নবাচক করতে হলে বাক্য are,have ইত্যাদি সহায়ক ক্রিয়া দিয়ে আরম্ভ করতে হয়। এতে প্রমাণ হয় যে present continuous এবং present perfect tense এ ইতিবাচক বাক্য কে সহজেই নেতিবাচক ও প্রশ্নবাচক বাক্যে পরিণত করা যায়।

>} এবার present indefinite tense এর উদাহরণ দেওয়া যাক :-
1. You write a letter.তুমি চিঠি লেখ।
2. I read English. আমি ইংরেজি পরি।
*এদের নেতিবাচক ও প্রশ্নবাচক রূপ নিম্নে দেওয়া হলো -

* নেতিবাচক [Negative] :-

1.   I do not write a letter.আমি চিঠি লিখি না।
2.   I do not read English.আমি ইংরেজি পরি না।
* এই বাক্য গুলিতে কেবল একটি করে do জোড়া হয়েছে। এই tense এ do বা dose জুড়লে নেতিবাচক ও প্রশ্নবাচক বাক্য হয়ে যায় ।

*** Negative and Interrogative  past tense :-


***এবার Past Tense এর ইতিবাচক [Affirmative] বাক্যকে নেতিবাচক [Negative] ও প্রশ্নবাচক[Interrogative] বাক্যে বদলানো যাক । নিয়ম আগের মতোই । Past Continuous এ was,were এবং Past perfect এ had এর পর not দিতে হয় নেতিবাচক বাক্য রচনা করতে হলে । প্রশ্নবাচক বাক্যে did,was,were ও had, এই সহায়ক ক্রিয়া গুলো প্রথমে আসে ।

*নেতিবাচক [Negative] :-

1. I ate bread and butter. আমি পাঁউরুটি মাখন খেলাম ।
》  I did not eat bread and butter . আমি পাঁউরুটি মাখন খেলাম না।

2. You were reading book. তুমি বই পড়ছিলে ।

=} You were not reading book. তুমি বই পড়ছিলে না ।
=} You had not read a book.

* প্রশ্নবাচক [Interrogative] :-

1.   Did I eat bread and butter.আমি কি পাঁউরুটি মাখন খেলাম ।
2.   Were you reading a book?তুমি কি বই পড়ছিলে ।
3.   You read a book.তুমি বই পড়েছিলে ।
=} Had you read a book.

*** Negative and Interrogative of Future tense :-

>} বাক্য দুটি দেখুন -

1.    I shall not play.
2.    He will not play.

》    প্রথম বাক্যটিতে I এর সাথে shall আছে ও দ্বিতীয়টিতে he will দেওয়া হয়েছে। সাধারণ নিয়ম হলো প্রথম ও মধ্যম পুরুষের সাথে , যেমন , he, she, it, they, You, Ram, ইত্যাদি , will ব্যবহার করতে হয় ও উত্তম পুরুষ যথা I,we ইত্যাদির সাথে shall কিন্তু যদি I/we র পর will, ও he-she-it-they-You র পর shall থাকে, তখন সেই সমস্ত বাক্যের তাৎপর্য হয় কোন কথা বলা বা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা।যেমন -
1.    I will not play.
2.    I shall not return.

*   এই দুইটি বাক্যের দ্বারা এই অর্থ বোঝানোর প্রয়াস করা হয়েছে যে 1. আমি কোনো মতেই খেলবো না। 2. তুমি নিশ্চয়ই ফেরত আসবে না।

1.    I will succeed or die in the attempt. হয় আমি সাফল্য লাভ করব কিংবা প্রান ত্যাগ করব।
* Negative [নেতিবাচক] :-

1.    Will I go to school.আমি কি স্কুলে যাবো।
2.    Will you go there.তুমি কি সেখানে জাবে।
*** কথোপকথনের ভাষায় will এর ব্যবহার বেশি হয়।

---- Thank You ----


Post a Comment

Previous Post Next Post