*** Some Modal verbs :-
》} কিছু modal varb এর উদাহরণ এবং modal verb এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো নিম্নে -
*** তিন টি কালের [Tenses] প্রভেদ এতক্ষণে স্পষ্ট হয়ে গেছে নিশ্চয়ই। লক্ষ্য করে থাকবেন এই প্রভেদ বোঝাতে আমরা সহায়ক ক্রিয়ার [Auxiliary Verbs] সাহায্য নিয়েছিলাম । আজ আমরা আরও কতকগুলি সাহায্যকারী ক্রিয়ার ব্যবহার জানার অভ্যাস করব ।*** Present Modal :-
*** প্রথমে এই দুটো Auxiliary Verbs - Can ও May নেওয়া যাক । দুটো শব্দেরই অর্থ হলো 'পারা' [কোন কাজ করতে] । কিন্তু তারা বিভিন্ন স্থানে বিভিন্ন ভাব প্রকাশ করে । নীচের বাক্য গুলি দেখলেই বুঝতে পারবেন তা -
--- Can ---
》} Yes I can play football. হ্যাঁ, আমি ফুটবল খেলতে পারি ।
2. Can you return my books? তুমি আমার বই গুলো ফেরত দিতে পারো ?
》} No, I can not return them yet. না , আমি এখন পারবো না ।
3. Can you read Sanskrit ? তুমি কি সংস্কৃত পড়তে পারো ?
》} Yes, I can read it.হ্যাঁ, পারি ।
--- May ---
1. May I come in sir ?আমি কি ভেতরে আসতে পারি মাসটার মসাই ।
Yes you may. হ্যাঁ, এসো ।
2. Sir , may I accompany Suresh ? আমি সুরেশের সাথে যেতে পারি কি মাসটার মসাই ।
*** Past modal :-
》} Present modal হলো may ও can এই ভাবেই Past modal হলো -
*** [Might , Could] :-
1. Might/must - অবশ্যই অর্থে ব্যবহৃত হয় ।
2. Could - পারতো, পারতাম ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় ।যেমন -
*** Examples of Might/Must :-
1. I must attend his marriage. ওর বিয়েতে আমাকে অবশ্যই যেতে হবে।
2. I might reach home by 10 o' clock. আমাকে দশটার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে।
* Examples of Could :-
1. Could you do this work alone ? তুমি কি কাজটা একাই করতে পার ?
2. I could do it. আমি এটা করতে পারতাম ।
*** ওপরের বাক্য গুলি যেটা Can দিয়ে শুরু হয়েছে তাদের কর্তার কাজটি করার শক্তি ও সামর্থ্য আছে।
*** যেটা May দিয়ে শুরু হয়েছে তাদের দ্বারা কাজ গুলি করার ইচ্ছা প্রকাশ করা হচ্ছে ।
*** Rules of present modal :-
》》 Subject + May/Can + (verb)1st + Object.*[Active voice]
》》 Object হবে Subject + May/Can + be + (verb)3rd + by + Subject হবে Object.*[Passive voice]
*** Rules of past Modal :-
》》 Subject + Might/Could + (verb)1st + Object.[Active voice]
》》 Object হবে Subject + Might/Could + be + (verb)3rd + by Subject হবে Object.[Passive voice]
Post a Comment